সাকিব আল হাসানকে দেশে ফিরে বিদায়ী টেস্ট খেলার সুযোগ দেয়ার দাবিতে আন্দোলনরতদের লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করেছে দুর্বৃত্তরা। এতে কয়েকজন সাকিবভক্ত আহতও হয়েছেন। রোববার (২০ অক্টোবর) মিরপুরে এ ঘটনা ঘটে। ঘটনার সময় স্টেডিয়ামে চলছিল দক্ষিণ আফ্রিকা দলের অনুশীলন।
সাকিবের দেশের মাটিতে শেষ টেস্ট খেলা ঠেকাতে কিছুদিন ধরেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এলাকায় বিভিন্ন কর্মসূচি পালন করছেন সাকিববিরোধীরা। পাশাপাশি ‘সাকিবিয়ান’ ব্যানারে একদল সাকিব সমর্থক বিক্ষোভ করছেন সাকিবকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সুযোগ দেয়ার দাবিতে।
আগামীকাল থেকে শুরু মিরপুর টেস্টের আগে আজও স্টেডিয়ামের সামনে সাকিব আল হাসানের পক্ষে বিভিন্ন বক্তব্য লেখা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেন সাকিবভক্তরা। বেলা দুইটার দিকে শেরেবাংলা স্টেডিয়ামের সামনে জড়ো হয়ে শান্তিপূর্ণভাবেই নিজেদের দাবি জানিয়ে স্লোগান দিচ্ছিলেন তারা। সাকিবকে মিরপুর টেস্টে খেলার সুযোগ না দিলে বিসিবি সভাপতি ফারুক আহমেদের পদত্যাগেরও দাবি করে তারা।
এ সময় আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকলেও সাকিবিয়ানদের শান্তিপূর্ণ অবস্থানে তারা কোনো বাধা দেননি। সাকিবিয়ানরা নিজেদের দাবিদাওয়া নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গেও কথা বলেন। কিন্তু বেলা ৩টার দিকে আচমকা সাকিবিয়ানদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা করেন সাকিববিরোধী একদল তরুণ। এ সময় বেশ কয়েকজন সাকিবভক্তকে মারধর করেন তারা।
হঠাৎ আক্রমণে এলোমেলো হয়ে পড়েন সাকিবের সমর্থনে আসা ভক্তরা। তারা দৌঁড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। ঘটনার খুব কাছে থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তখনো ছিলেন দর্শকের ভূমিকায়। তবে সাকিবভক্তরা একটু পর সংগঠিত হয়ে আবার স্টেডিয়ামের সামনে ফিরে এলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এ ঘটনার পর স্টেডিয়ামের বাইরে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
/এনকে
Leave a reply