স্পিন জাদুতে চট্টগ্রাম টেস্ট জিতে নিয়েছে বাংলাদেশ। তাইজুল ইসলামের ৬ উইকেট শিকারে টাইগারদের দেয়া ২০৪ রানের জবাবে ১৩৯ রানে থামে উইন্ডিজ। টেস্টে এটি ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় জয়।
রানের বিচারে ছোট লক্ষ্য হলেও স্পিন সহায়ক উইকেটে শুরু থেকেই বাংলাদেশের স্পিন বিষে ধরাশায়ী হয় উইন্ডিজ। অধিনায়ক সাকিব আল হাসান আর তাইজুল ইসলাম দুটি করে উইকেট নিলে মাত্র ১১ রানে পাওয়েল, ব্রাথওয়েট হোম ও চেসকে হারায় ক্যারিবিয়ানরা। দ্বিতীয় সেশনের শুরুতে হেটমেয়ার আক্রমাত্বক হয়ে ওঠেন। কিন্তু ১৯ বলে ২৭ করা এই ব্যাটসমানকে ফেরান মেহেদী হাসান মিরাজ আর উইকেট কিপার ডাওরিচকে তাইজুল তৃতীয় শিকারে পরিনত করলে ৫১ রানে ষষ্ঠ উইকেট হারায় উইন্ডিজ। এরপর দেবেন্দ্র বিশু আর রোচকে তাইজুল তুলে নিলে ৭৫ রানে ৮ উইকেটের দল বনে যায় উইন্ডিজ। কিন্তু ওয়ারিকানের ৪১ আর অ্যমব্রিসের ৪৩ রানে কিছুটা প্রতিরোধ গড়ে তুলে উইন্ডিজ। কিন্তু তাইজুলের ৬ উইকেট শিকারে ৬৪ রানে চট্টগ্রাম টেস্ট জিতে নিয়েছে বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্টে দু’শ উইকেট নিয়েছেন সাকিব। একই সঙ্গে ইয়ান বোথামকে ছাপিয়ে টেস্টে দ্রুততম ২০০ উইকেট আর ৩ হাজার রান সংগ্রাহকের রেকর্ড গড়েছেন সাকিব।
Leave a reply