পাকিস্তান সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থা চালু করতে যাচ্ছে। সেই লক্ষ্যে সংবিধান সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। পাকিস্তানি সংবিধানের ২৬ তম সংশোধনীর মাধ্যমে সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থা চালু করতে যাচ্ছে দেশটি। এক প্রতিবেদনে দেশটির বিজনেস ম্যাগাজিন প্রফিট এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, আগামী ২০২৮ সালের শুরু থেকেই ‘রিবা’ বা সুদভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা বন্ধ করে সুদমুক্ত ব্যাংকিং চালু করবে দেশটি।
ব্যাংকিং ব্যবস্থায় সুদের অবসান ঘটাতে পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট সংবিধানের ধারা ৩৮—এর (ফ) সংশোধনী অনুমোদন করেছে।
এই ধারাটি সামাজিক ও অর্থনৈতিক কল্যাণের প্রচারের সঙ্গে সম্পর্কিত। বর্তমানে এই ধারায় বলা হয়েছে, ‘যত দ্রুত সম্ভব রিবা (সুদ) নির্মূল করতে হবে।’ একই সঙ্গে সিনেট সরকার যত দূর সম্ভব ২০২৮ সালের ১লা জানুয়ারির এই ব্যবস্থা কার্যকর করার কথা বলেছে।
/এআই
Leave a reply