শেখ ইশতিয়াকের ‘টিপ টিপ বৃষ্টি’ গানের কথা মনে আছে? আর খালিদের ‘সরলতার প্রতিমা’? নিশ্চয়ই এই দুটি গান শ্রোতাদের হৃদয় থেকে কখনও মুছে যাবে না। কারণ, গান দুটি যে কালজয়ী; মনের মনিকোঠায় গেঁথে থাকা।
এমন দুটি গানকে যখন ব্লেন্ড করা হয়, তখন কেমন হতে পারে, তা খুব সহজেই অনুমান করা যায়। হ্যাঁ, যেমনটা ভাবছেন, হয়েছেও তেমনই।
‘টিপ টিপ বৃষ্টি’ অংশটি গেয়েছেন অবসকিউর তারকা সাঈদ হাসান টিপু। আর ‘সরলতার প্রতিমা’য় কণ্ঠ দিয়েছেন গানটির গীতিকার ও সুরের সঙ্গে জড়িয়ে থাকা গীতিকবি তরুণ মুন্সী। দুটি গান একত্র করার এ উদ্যোগের সংগীতায়োজক আরিফুর রহমান শান্ত। গানটির শিরোনাম ‘অনুসরণ’। সম্প্রতি গানটি বুম মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।
গানটি নিয়ে কথা হয় তরুণ মুন্সীর সাথে। তিনি এমন নতুন ধরণের আয়োজন নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। বলেন, এটা একরকম ট্রিবিউট। গানটি আশা করি শ্রোতাদের ভালো লাগবে।
/এএস
Leave a reply