ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের নারীর মাথা ঢেকে দেয়া হয়েছিল কালো হিজাব দিয়ে। গতকাল রোববার (২০ অক্টোবর) রাতে এমনটি দেখা যায়। পরবর্তী সময় কয়েকজন সেই কাপড় নামিয়ে ফেলেন।
তবে ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে সুস্পষ্ট কিছু জানা সম্ভব হয়নি। এমনকি কখন এই কালো কাপড় হিজাবের মতো করে মোড়ানো হলো, সে বিষয়েও কেউ সুস্পষ্ট কিছু বলতে পারেনি।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর গণমাধ্যমে বলেন, কারা যেন এই কাজটি করেছে। এটা কারা করেছে, কেন করেছে তা খুঁজে বের করতে একটি তদন্ত কমিটি করা হবে। বিকেলের মধ্যেই এই কমিটি গঠন করা হবে জানিয়ে তিনি বলেন, এর আগে শিক্ষার্থীদের সাথে তারা কথা বলবেন।
সন্ত্রাসের বিরুদ্ধে ২৭ বছর আগে তৈরি করা হয় রাজু ভাস্কর্য। রোববার রাতে এতে একজন নারীর মুখে কালো কাপড় দেখতে পাওয়া যায়। পরে শিক্ষার্থীরা তা সরিয়ে দিলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে এই নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা।
/এটিএম
Leave a reply