আজ বুধবার (২৩ অক্টোবর) চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিকস সম্মেলনের সাইডলাইনে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। গত পাঁচ বছরের মধ্যে এটিই হবে তাদের প্রথম বৈঠক।
এই দুই নেতার বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী। খবর হিন্দুস্তান টাইমস।
বিক্রম মিশ্রী জানান, নরেন্দ্র মোদী ও শি জিনপিংয়ের মধ্যে একটা দ্বিপাক্ষিক বৈঠক হবে। বুধবার এই বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকের সময় ও স্থানের বিষয়টি নির্ধারণ করা হচ্ছে।
বৈঠকে তাদের মধ্যে কি বিষয়ে আলোচনা হবে তা জানা যায়নি। তবে সীমান্ত ইস্যু নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এবারের রাশিয়ার কাজানে অনুষ্ঠিত হচ্ছে ব্রিকস সম্মেলন। এবারের সম্মেলন একটি ঘোষণা দেয়া হবে। যা ‘কাজান ঘোষণা’ নামে পরিচিত পাবে। এতে নতুন পাঁচটি রাষ্ট্রকে ব্রিকসের সদস্য হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।
/আরএইচ
Leave a reply