মিরপুর টেস্টের চতুর্থ দিনে হাতে তিন উইকেট নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। মাত্র ৪ ওভার ৫ বলেই তিন উইকেট হারিয়ে অলআউট হয় টাইগাররা। এদিন বাংলাদেশের স্কোরবোর্ডে মাত্র ২৪ রান যোগ হয়। এতে ৩০৭ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। ফলে দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১০৬ রান।
আজ দিনের তৃতীয় বলেই রাবাদার বলে কাঁটা পড়েন নাইম। সাজঘরে ফেরার আগে ২৯ বলে ১৬ রান করেন তিনি। এদিকে বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি তাইজুল ইসলাম। মুল্ডারের বলে স্ট্রাবসের হাতে তালুবন্দী হয়ে ৭ রানে সাজঘড়ের পথ ধরেন তিনি।
শেষ উইকেট জুটিতে দ্রুত রান তোলার চেষ্টা করেন মিরাজ। ৮৭ রানে চতুর্থ দিন শুরু করা মিরাজ এদিন মাত্র ১০ রান যোগ করতে পারেন। রাবাদার করা শর্ট অফ লেংথে করা ডেলিভারিতে স্লিপে কাঁটা পড়ে সেঞ্চুরি থেকে ৩ রান দূরেই থামতে হয় এই অলরাউন্ডারকে।
এই ইনিংসে ৪৬ রানে ৬ উইকেট শিকার করেছেন রাবাদা। এছাড়া ৩টি উইকেট পেয়েছেন কেশভ মহারাজ।
/আরএইচ
Leave a reply