অন্তর্বর্তী সরকারকে ‘বিপ্লবী সরকার’ ঘোষণার নির্দেশনা চেয়ে রিট

|

ফাইল ছবি

নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ‘বিপ্লবী সরকার’ ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একইসঙ্গে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত-আহতদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এই রিটটি হয়।

আগামী রোববার (২৪ অক্টোবর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর দ্বৈত হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে। নওগাঁর রাণীনগরের বাসিন্দা মোফাজ্জল হোসেন বাদী হয়ে হাইকোর্টে এ রিট করেন।

রিটকারী পক্ষের কৌসুলি ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির বলেন, বর্তমান সরকার যেন ভবিষ্যতে কোনো ধরনের আইনি জটিলতায় না পড়েন সেটা এড়াতে এই রিট করা হয়েছে।

প্রসঙ্গত, গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ আগস্ট থেকে পরবর্তী তিনদিন দেশে কোনো সরকার ছিল না। পরে ৮ আগস্ট ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অর্ন্তবর্তীকালীন সরকার যাত্রা করে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply