পঞ্চগড় এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধার, কাটেনি শিডিউল বিপর্যয়

|

‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের লাইনচ্যুত হওয়া ৬টি বগি উদ্ধার করা হয়েছে। তবে ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে বগি উদ্ধার করা হয়েছে বলে জানায় রেলওয়ে।

সরজমিনে কমিলাপুর রেলস্টেশনে দেখা যায়, শুক্রবার বেলা ১১টা পর্যন্ত দুই-একটি ছাড়া কোনও ট্রেন কমলাপুর থেকে ছেড়ে যায়নি।

শিডিউল বিপর্যয়ের কারণে বেশ ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। তারা জানান, ট্রেন ছাড়ার বিষয়ে অনলাইনে আপডেট দেয়ার ব্যবস্থা করা হলে ভোগান্তি কিছুটা লাঘব হতো। এ সময় টিকিট ফেরত দিতে ইচ্ছুক যাত্রীদের টিকিটের মূল্য ফেরত দেয়ার দাবি জানানো হয়।

এদিকে, ধুমকেতু এক্সপ্রেস ট্রেন সকাল সাড়ে ৬টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও নতুন করে বেলা ১২টা ৫০ মিনিটে ছাড়ার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস সকাল ৬টা ১৫ মিনিট, চিলাহাটি এক্সপ্রেস সকাল ছয়টা ৪৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও ট্রেন দুটি এখনও প্লাটফর্ম পায়নি।

তাছাড়া, পারাবত এক্সপ্রেস সাড়ে ছয়টার পরিবর্তে ১টা ৫ মিনিটে ছাড়ার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ৭টা ৪৫ মিনিটে ছাড়ার সময় থাকলেও ১১টা ৫৫ মিনিটে নতুন সময় দেয়া হয়েছে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply