একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চিঠি দেয়া শুরু করেছে আওয়ামী লীগ। আজ রোববার বঙ্গবন্ধু এভিনিউ-এ আওয়ামী লীগ কার্যালয়ে চিঠি বিতরণ শুরু হয় সকাল ১০টায়। মোট ২৩০ আসনে আওয়ামী লীগের প্রার্থীদেরকে চিঠি দেয়া হবে বলে জানা গেছে।
আজকের এই বিতরণকে ‘অনানুষ্ঠানিক’ হিসেবে উল্লেখ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আগামীকাল আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।
এছাড়া তিনি জানিয়েছেন, মনোনয়ন পাওয়া প্রার্থীদের মনোনয়ন চিঠির সঙ্গে প্রত্যাহার চিঠিতেও স্বাক্ষর নিয়ে রাখা হচ্ছে।
আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় ধানমণ্ডিতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদেরকে এসব তথ্য জানান।
তিনি বলেন, যারা আজকে চিঠি নিচ্ছেন তাদের প্রত্যেকের সই করা ‘উইথড্রয়াল লেটার’ আছে। যারা চিঠি নিয়ে যাচ্ছেন প্রয়োজন হলে সেখান থেকেও শরিকদের আসন ছেড়ে দেয়া হবে।
কতটি আসন শরিকদের দেয়া হয়েছে, জানতে চাইলে সাংবাদিকদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমি জানি কতটি আসন, কিন্তু বলব না। কাল আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। তবে জোটের আসন ৭০ টির বেশি হবে না।
Leave a reply