নির্বাচনের তফসিল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

|

জাতীয় নির্বাচনের তফসিল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন আইনজীবী ইউনূস আলী আকন্দ। আজ রোববার সকালে তিনি রিটটি করেন। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সময়ের যৌক্তিকতা নিয়ে রিটটি করেন ইউনূস আলী আকন্দ।

প্রধান নির্বাচন কমিশনার, আইন সচিব ও স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিস্ট সাতজনকে এই রিটে বিবাদী করা হয়েছে। রিটে বলা হয়, বর্তমান সংসদে ৩০০ জন নির্বাচিত সদস্য আছেন। তাদের মেয়াদ শেষ হওয়ার আগে নির্বাচন অনুষ্ঠিত হলে আরও ৩০০জন সংসদ সদস্য নির্বাচিত হবেন যা সংবিধান সম্মত নয়।

রুল জারির নির্দেশনা অনুযায়ী ওই রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আগামী জাতীয় নির্বাচনের তফসিল স্থগিতের নির্দেশনা চেয়ে আবেদন করা হয়েছে বলে জানান ইউনুস আলি আকন্দ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply