চক্রান্তকারীরা সংবিধানের দোহাই দিয়ে সংকট জিইয়ে রাখার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার

|

স্টাফ করেসপনডেন্ট, শরীয়তপুর

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অনেক চক্রান্তকারী সংবিধানের দোহাই দিয়ে রাজনৈতিক সংকটকে জিইয়ে রাখার চেষ্টা করছেন। কিন্তু উপদেষ্টা পরিষদকে একটা কথা মনে রাখতে হবে, ৫ আগস্ট যে গণঅভ্যুত্থান হয়েছে তা সংবিধান মেনে হয়নি। যে উপদেষ্টা পরিষদ ক্ষমতায় বসেছে তা কোনো সংবিধানের আলোকে হয়নি।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে শরীয়তপুর পৌরসভার মিলনায়তনে জেলার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের আকাঙ্খায় বিপ্লব হয়েছে। জনগণের আকাঙ্খায় ড. ইউনূসকে ক্ষমতায় বসানো হয়েছে। এখন রাষ্ট্রের সকল সাংবিধানিক সংকট আপনাদেরকে নিরসন করতে হবে। এই সংকট নিরসনের জন্য জাতিকে বিভক্ত করা যাবে না।

যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে ছিল তাদের মধ্যে ফাটল, বিভেদ, দূরত্ব ও অনৈক্য সৃষ্টি করার চক্রান্ত চলছে বলেও অভিযোগ করেন তিনি।

জামায়াতের সেক্রেটারি বলেন, বিএনপি, জামায়াতে ইসলামসহ ছোট-বড় সকল রাজনৈতিক দল যখন নির্বাচন হবে, যার যার কৌশলে আমরা ভোট করবো। কিন্তু আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ৫ আগস্টের চেতনাকে ধারণ করে আমাদেরকে জাতীয় ঐক্য অটুট রাখতে হবে। রাষ্ট্র গঠনে অন্তর্বর্তীকালীন সরকারকে জামায়াত সহযোগিতা করবে বলেও এ সময় উল্লেখ করেন তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply