বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির নেতাদের সাথে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। শনিবার (২৬ অক্টোবর) বিকেল ৫টা ১৫ মিনিটে গুলশানে দলটির চেয়ারপার্সন কার্যালয়ে আসেন এই দুই সংগঠনের একটি প্রতিনিধি দল।
প্রতিনিধি দল দলটিতে রয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, মুখপাত্র উম্মা ফাতেমা, প্রধান সংগঠক আবদুল হান্নান মাসুদ, জাতীয় নাগরিক কমিটির আহবায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, মুখপাত্র সামান্তা শারমিনসহ সাতজন। তাছাড়া, বিএনপির পক্ষ থেকে আরও উপস্থিত রয়েছেন, দলটির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
এই বৈঠকে মূলত রাষ্ট্রপতির পদত্যাগ ও রাষ্ট্র সংস্কার, নির্বাচনসহ নানা বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। তবে বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে আলোচনায় থাকবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি। এই বৈঠকে রাষ্ট্রপতি ইস্যুতে সমঝোতা বা উভয় পক্ষের অবস্থান পরিষ্কার হবে বলে ধারণা করা যাচ্ছে।
/আরএইচ
Leave a reply