ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি নির্বাচনী আসনের মধ্যে ৫টি আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।
রোববার সকাল থেকে দলের পাঁচ নেতাকে পর্যায়ক্রমে মনোনয়নের চিঠি দেয়া হয়েছে। তবে এখনো মনোনয়ন দেওয়া হয়নি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে।
আওয়ামী লীগ এর দলীয় মনোনয়নের চিঠি যারা পেয়েছেন তাঁরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে এ্যাড. আনিসুল হক, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে এবাদুল করিম বুলবুল ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে ক্যাপ্টেন (অব) এ.বি তাজুল ইসলাম।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে এখনো কাউকে দলের মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। ধারনা করা হচ্ছে জোট মহাজাটোর সমীকরনের কারণে এই আসনে কাউকে আপাদত মনোনয়ন দেয়া হচ্ছে না কাউকে। তবে এ আসন থেকে আওয়ামীলীগের ১৯ জন মনোনয়ন প্রত্যাশী রয়েছেন।
Leave a reply