যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশজুড়ে নানা আয়োজন

|

রংপুরে রক্তদান কর্মসূচি

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্পসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে এদিন নাটোরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে আলোচনা সভায় বক্তব্য দেন নেতারা। তারা বলেন, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে যুবদল প্রতিষ্ঠা হয়েছিল। সেই আদর্শ বাস্তবায়নেই কাজ করছে দলটির নেতাকর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বরগুনায় বিএনপি কার্যালয়ের সামনে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। শতাধিক হত দরিদ্রের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। মেডিকেল ক্যাম্পে জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জে স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। স্থানীয় পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে রেড ক্রিসেন্ট গোপালগঞ্জ ইউনিটে দান করা হয়।

টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ। এর আগে একটি শোভাযাত্রা নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা।

রংপুরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে জেলা ও মহানগর যুবদল। দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে জেলা বিএনপি সদস্য সচিব আনিছুর রহমান লাকু ও মহানগর বিএনপি সদস্য সচিব মাহফুজ উন নবী ডন পৃথক পৃথকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।

এছাড়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, পিরোজপুরসহ বিভিন্ন জেলায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নানা আয়োজন করা হয়।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply