কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোলবোমায় ৮ জন পুড়িয়ে হত্যা মামলায় খালেদা জিয়ার জামিনের পরবর্তী শুনানি ৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। দুপুরে কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম শামসুল আলম এ আদেশ দেন।
খালেদা জিয়ার আইনজীবী কাইমুল হক জানান, রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে ৭ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন বিচারক। বিএনপি- জামায়াতের ডাকা অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রামে আইকন পরিবহনের একটি বাসে পেট্রল বোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে বাসের ৮ যাত্রী পুড়ে মারা যায়। পরে হুকুমের আসামি করা হয় খালেদা জিয়াকে।
Leave a reply