নিরাপদ পুঁজিবাজার গড়ে তুলতে কাজ করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যেখানে সুশাসন থাকবে। এ লক্ষ্যে অংশীজনদের মতামতের ভিত্তিতে সংস্কার চলবে। তবে কমপ্লায়েন্সের ক্ষেত্রে কোনও ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাজধানীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
খন্দকার রাশেদ মাকসুদ বলেন, বাজারে তারল্য বাড়াতে আলোচনা চলছে। আইসিবি থেকে ফান্ড নিয়ে যারা কাজ করবে, তাদের সাথেও কথা বলবে বিএসইসি। ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রণোদনা দেয়ার বিষয়টিও ভাবা হচ্ছে।
ট্রেডিংয়ের পর অ্যাকাউন্টে অর্থ জমা হওয়ার সময় কমানের ভাবনা চলছে বলেও জানান বিএসইসি চেয়ারম্যান। বলেন, এতে তারল্য বাড়বে। সরকারি ও বহুজাতিক কোম্পানিকে বাজারে আনার কাজ চলছে। বিদেশি বিনিয়োগকারীদের বাজারে ফিরিয়ে আনতে উদ্যোগ নেয়া হয়েছে।
/এমএন
Leave a reply