আগামীর রাজনীতি নদীর রাজনীতি। পানিবণ্টন চুক্তিসহ নদীকেন্দ্রিক বিষয় নিয়ে সামনে আরও কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, নদী দখলবাজদের অপরাধী হিসেবে চিহ্নিত করা হবে।
আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মিলনায়তনে ‘ফ্যাসিবাদের কবলে নদী’ শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন উপদেষ্টারা।
নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদ সরকারের উন্নয়নের নামে নদী দখল হয়েছে। যে নীতি বা রাজনীতি এই পর্যন্ত হয়েছে, তা থেকে বেরিয়ে আসতে আলোচনা প্রয়োজন, আরও গবেষণা প্রয়োজন। পরিবেশ নদী ও প্রকৃতি নিয়ে দীর্ঘ মেয়াদি ও স্বল্প মেয়াদি পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, নতুন সংবিধানে নদী ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় উদ্যোগের কথা লেখা হবে। তিনি যোগ করেন, নদী যদি রঙ বদলাতে পারতো, তাহলে নদীর পানি রক্তের মতো লাল হতো। নদী হত্যার জন্য নদী হত্যাকারীদের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
আলোচনা সভায় মূল প্রবন্ধে রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের (আরডিআরসি) চেয়ারম্যান মোহাম্মদ এজাজ বলেন, ৭৭টি নদী থেকে ১৭৬টি স্থানে বালু তোলার সিন্ডিকেটে ছিল ২৫৬ জন আওয়ামী মাফিয়া। আর প্রধান মাফিয়া ছিলেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি।
/এএম
Leave a reply