লক্ষ্মীপুর করেসপনডেন্ট:
লক্ষ্মীপুরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের এইচপিভি টিকা নিয়ে অসুস্থ হয়ে ২০ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে সদর উপজেলার দত্তপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় টিকা কার্যক্রম চলাকালে এ ঘটনা ঘটে। অসুস্থ সবাই ওই মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
চিকিৎসকদের প্রাথমিক ধারণা, টিকা নেয়ার পর শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে এমন অসুস্থ হয়ে পড়েছেন ।
মাদ্রাসা ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে ওই মাদ্রাসায় শিক্ষার্থীদের এইচপিভি টিকাদান চলছিল। টিকা দেয়ার আধা ঘণ্টা পর কয়েকজন ছাত্রী মাথা ঘুরে পড়ে যায়। মাদ্রাসা কর্তৃপক্ষ তাৎক্ষণিক অসুস্থ শিক্ষার্থীদের সদর হাসপাতালে ভর্তি করেন। শিক্ষার্থীরা জানায়, টিকা দেয়ার পর বমি বমি ভাব হলে তারা মাথা ঘুরে পড়ে যায় এবং অসুস্থ হয়ে পড়েন।
উল্লেখ্য, ২৪ অক্টোবর থেকে জেলার ৫টি উপজেলার ১ হাজার ৬৭২ টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১ লাখ ১২ হাজার কিশোরী ও শিক্ষার্থীকে দেয়া হচ্ছে এই টিকা।
/এসআইএন/এমএইচআর
Leave a reply