যেকোনো অবস্থায় সাংবিধানিক ধারাবাহিকতা যেনো নষ্ট না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহবান জানিয়েছেন গণফোরাম সভাপতি মোস্তফা মহসীন মন্টু। আজ বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপির লিয়াঁজো কমিটির সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণফোরামের সঙ্গে অনুষ্ঠিত হয় বিএনপির লিয়াঁজো কমিটির বৈঠক। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই বৈঠকে নেতৃত্ব দেন বিএনপির স্হায়ী কমিটি সদস্য ও লিয়াঁজো কমিটি প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া, ১০ সদস্যের প্রতিনিধি দল নিয়ে গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু অংশ নেন বৈঠকে।
পরে সাংবাদিকদের সাথে আলাপকালে মোস্তফা মহসীন মন্টু জানান, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি সার্বিক বিষয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। সাংবিধানিক সংকট হয়, এমন কাজ থেকে বিরত থাকার বিষয়েও কথা হয়েছে বৈঠকে।
এসময় বিগত সরকারের বিরুদ্ধে অর্থ পাচার, দুর্নীতিসহ নানান অভিযোগ করেন তিনি। যারা এর মূলহোতা, তাদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার দাবিও জানান গণফোরাম সভাপতি।
/এএম
Leave a reply