দেশের সংকটকালীন সময়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: শফিকুর রহমান

|

জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ভেদাভেদের রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকতে পারে তবে দেশের সংকটকালীন সময়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আজ শুক্রবার (১ নভেম্বর) সকালে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিশন মিলনায়তনে ঢাকা মহানগরী দক্ষিণের নবনির্বাচিত আমীরের শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর আমীর বলেন, কোনো বিচারবহির্ভূত হত্যা সমর্থন করে না জামায়াত। সরকার পতনের পর লাখো মানুষ খুন হওয়ার আশঙ্কা করেছিলো আওয়ামী লীগ। তবে তার কিছুই হয়নি বলে জানান তিনি।

শফিকুর রহমান আরও বলেন, জামায়াতে ইসলামী কারও ওপর কোনো ধরনের জুলুম করবে না। সব রকম প্রতিহিংসা থেকে বিরত থাকবে। তবে যারা হত্যার মতো অপরাধ করেছে, তাদের অবশ্যই বিচার করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply