এক মাসেরও বেশি সময় পর আজ পহেলা নভেম্বর থেকে রাঙ্গামাটি জেলা ভ্রমণে নিষেধাজ্ঞা উঠে গেছে। এর ফলে শুক্রবার (১ নভেম্বর) থেকে বিভিন্ন পর্যটন ও বিনোদন কেন্দ্রসহ জেলাজুড়ে ভ্রমণ করতে পারবেন পর্যটকরা।
ভ্রমণে নিষেধাজ্ঞার খবরের পর আজ সকাল থেকেই বিভিন্ন স্পটে কিছু সংখ্যক পর্যটক দেখা গেছে। ভ্রমণপিপাসুদের স্বাগত জানাতে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান চালানো হয়েছে জেলাজুড়ে। এরইমধ্যে হোটেল-মোটেলেও শুরু হয়ে গেছে বুকিং।
টানা এক মাসেরও বেশি সময় পর ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেয়ায় পর্যটকসহ উচ্ছ্বসিত সবাই।
এর আগে, গত ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ২৪ দিন ৩ পার্বত্য জেলায় পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করে জেলা প্রশাসনগুলো। অনিবার্য কারণে নিরুৎসাহিতকরণের কথা জানানো হলেও পাহাড়ে সাম্প্রতিক সময়ের সহিংসতার জেরে নিরাপত্তা ঝুঁকিতে পর্যটকদের কার্যত পাহাড়ে আসতে নিষেধাজ্ঞা দেয়া হয় বলে জানায় প্রশাসনের কর্মকর্তারা।
গত ১৯ সেপ্টেম্বর দীঘিনালা উপজেলা এবং ২০ সেপ্টেম্বর রাঙামাটি শহরে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটে। ওই ঘটনায় দুই জেলায় একাধিক নিহত ও আহতের খবর পাওয়া যায়।
/এমএইচ
Leave a reply