চট্টগ্রামে সুপারি রাখার গর্তে নেমে দুই ভাইয়ের মৃত্যু

|

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একটি গর্ত থেকে সুপারি তুলতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার ৬নং পাইন্দং ইউনিয়নে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শফিউল আলম ও শহীদুল্লাহ। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে শফিউল আলমের স্ত্রী গর্ত থেকে সুপারি তুলতে গিয়ে পড়ে যান। পরে তাকে উদ্ধার করতে গর্তে নামলে তার স্বামী শফিউল মারা যান। এরপর তাকে উদ্ধারের জন্য তার আরেক ভাই শহীদুল্লাহ নামলে তিনিও অতিরিক্ত গ্যাসে মারা যান।

স্থানীয়রা আরও জানান, পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে। আহতদের মধ্যে দুই জন চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল ও অপরজন নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফটিকছড়ি ফায়ার কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। আমাদের পৌঁছার পূর্বে এক মহিলাসহ পাঁচজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে একজন মহিলা ও ৫ জন পুরুষকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। গর্তটিতে সুপারির গন্ধে মিথেন গ্যাস তৈরি হয়। ফলে অক্সিজেনের অভাবে তারা অসুস্থ হয়ে পড়েন।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply