রক্তপাত নয়, শান্তিপূর্ণ নির্বাচন করতে চায় কমিশন। পরিস্থিতি নিয়ন্ত্রণে চরম অ্যাকশনে যাওয়ার ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রটদের ধৈর্য্য সহকারে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়ে এ কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।
সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ব্রিফিং’য়ে সিইসি বলেন, সব দলের অংশগ্রহণে হতে যাচ্ছে এবারের নির্বাচন। শেষ পর্যন্ত এতে সফল চায় কমিশন।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, আচরণবিধির ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। কোন আইনের অস্পষ্টতার সুযোগ যেন কেউ নিতে না পারে সে ব্যাপারেও সজাগ থাকতে হবে।
ধারাবাহিকভাবে সারা দেশের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ব্রিফ করছে নির্বাচন কমিশন। এরপর নির্দেশনা দেয়া হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের।
Leave a reply