রাজবাড়ী করেসপনডেন্ট:
বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন তুলে নেয়ার খবরে রাজবাড়ীতে ট্রেন আটকে দিয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী। শনিবার (২ নভেম্বর) রাত পৌনে ৮টা থেকে প্রায় ৪০ মিনিট ভাঙ্গাগামী রাজবাড়ী এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেন তারা।
এরপর বিক্ষোভকারীরা রেললাইন থেকে সরে গেলে রাত ৮টা ২৫ মিনিটের দিকে ট্রেনটি ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনের সামনের লাইনে দাঁড়িয়ে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। এ সময় বিক্ষোভকারীরা বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন বন্ধ না করে আরও নতুন ট্রেন দেয়ার দাবি জানান। এরপর আল্টিমেটাম দিয়ে রেললাইন থেকে সরে যান তারা। পাশাপাশি দাবি মানা হলে বৃহত্তর আন্দোলনেরও হুমকি দেন তারা।
জানা গেছে, ২০২৩ সালের নভেম্বরে রাজবাড়ী উপর দিয়ে বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস নামের দুটি ট্রেন চলাচল শুরু করে। এতে অল্প সময়ে ঢাকায় যাওয়া-আসার সুযোগ হয় রাজবাড়ীবাসীর।
এ বিষয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত বলেন, আগামী ১৫ নভেম্বর থেকে এই দুটি ট্রেন তুলে নেয়া হবে এমন খবরে বিক্ষোভ হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনো চিঠি বা পরিপত্র পাইনি। শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খবর শুনেছি। তারপরও বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।
/আরএইচ
Leave a reply