উঠলো ইলিশ শিকারে নিষেধাজ্ঞা

|

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে আবার শুরু হলো নদী-সাগরে মাছ ধরা। মধ্যরাত থেকেই, ট্রলার আর নৌকা নিয়ে নদীতে নামেন জেলেরা।

রূপালি ঝিলিকের মোহে জাল ফেলছেন তারা। জেলেরা জানান- নিষেধাজ্ঞাকালে সরকারি চাল পেলেও, ধার-দেনায় দিন কেটেছে তাদের। প্রত্যাশা, কাঙ্ক্ষিত ইলিশ শিকার করে, ধারদেনা পরিশোধের মাধ্যমে ঘুরে দাঁড়াতে পারবেন।

এদিকে নিষেধাজ্ঞার সময় প্রশাসনের কঠোর অবস্থানের কারণে মা ইলিশ রক্ষা কার্যক্রম সফল হয়েছে- দাবি সংশ্লিষ্টদের। তারা বলছেন, এ মৌসুমে বৃষ্টি আর নদীতে পানির চাপ থাকায় ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। ফলে জেলেরাও পাবে পর্যাপ্ত মাছ।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply