চাঁপাইনবাবগঞ্জে পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগ

|

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। পুলিশকে হেনস্থার এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যাতে দেখা যাচ্ছে কয়েকজন ক্ষুব্ধ মানুষ ধস্তাধস্তি করছে পুলিশের সাথে।

স্থানীয়রা জানায়, ঘটনাটি উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সালামপুর গ্রামের। এ গ্রামে পারিবারিক কলহের জেরে এক দম্পতিকে তাদের পরিবার আটকে রেখেছে, এমন অভিযোগের ভিত্তিতে রোববার (৩ নভেম্বর) শিবগঞ্জ থানার উপ পরিদর্শক মেহেদি হাসানের নেতৃত্বে একটি টিম উদ্ধার অভিযানে যায়। সেখানে পরিস্থিতি উত্তপ্ত হলে পরিবারের সদস্যদের রোষানলে পড়ে পুলিশ।

তবে মারধরের বিষয়টি অস্বীকার করে করে শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদি হাসান বলেন, আমাদের মারধর করা হয়নি। আমি পা পিচ্ছে পড়ে গিয়েছিলাম। পরে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার করে নিয়ে এসেছি। এগুলো হয়েই থাকে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, রাকা নামে এক নারী আমাদের অভিযোগ করেন, তার মামাতো ভাই এবং ভাবীকে মামাতো বোনের শ্বশুরবাড়ির লোকজন আটকে রেখেছে। এই অবস্থায় তাদের উদ্ধারের জন্য আমাদের পুলিশের একটি টিম সেখানে যায়। এরপর দুই পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি হয়। এসময় এসআই মেহেদি হাসান তাদের থামাতে গিয়ে পড়ে যায়। তবে পুলিশকে মারধরের কোন ঘটনা ঘটেনি বলে দাবি করেন ওসি।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply