লজ্জার রেকর্ডের পর দল নির্বাচনে ক্ষমতা কমতে পারে গম্ভীরের, বলছে ভারতীয় গণমাধ্যম

|

ফাইল ছবি

নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশের লজ্জা পাবার পর ডানা কাটা পড়ছে ভারতের হেড কোচ গৌতম গম্ভীরের, বলছে ভারতীয় গণমাধ্যম। দল নির্বাচনে তার ক্ষমতা কমতে পারে। এমনকি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হারলে চাকরি নিয়ে টানাটানিতে পড়তে পারেন গম্ভীর দাবি করছে, ভারতীয় গণমাধ্যম।

উড়তে থাকা ভারতের পতন ঘটিয়েছে নিউজিল্যান্ড। হোয়াইটওয়াশের সাথে ঘরের মাঠে অপরাজিত থাকার রেকর্ডও ভেঙে হয়েছে চুরমার। কোথায় ভুল ছিল? খেলোয়াড়, অধিনায়ক নাকি কোচের নেয়া সিদ্ধান্তগুলো? লজ্জার হারের পর নানা রকমের সমালোচনার শিকার হয়েছে ভারতীয় দল।

এবার আঙ্গুল উঠলো সরাসরি কোচের দিকে। কেননা গৌতম গম্ভীরের অধীনে মাত্র ৪ মাসের মধ্যেই ৫ লজ্জার নজির গড়লো ম্যান ইন ব্লুরা। জানা গেছে, দল নির্বাচনে বেশ কিছু সুবিধা পেতেন গম্ভীর। এবার সেই দায়িত্ব কেড়ে নেয়ার গুঞ্জন চলছে দেশটির ক্রিকেটপাড়ায়।

নিয়ম অনুযায়ী দল নির্বাচনের বৈঠকে উপস্থিত থাকতে পারেন না কোচ। সাবেক কোচ রবি শাস্ত্রী ও রাহুল দ্রাবিড়ও থাকতে পারতেন না সেখানে। কিন্তু গৌতমকে দেয়া হয় বিশেষ পদ, অধিকার পান দল নির্বাচনের বৈঠকে। সবশেষ অস্ট্রেলিয়া সফরের জন্য টিম সিলেকশনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

শুরুতে নির্বাচকরা রাজি না হলেও গৌতমের কথা অনুযায়ী কলকাতা নাইট রাইডার্সের হার্ষিত রানা ও নিতিশ রেড্ডি জায়গা পান অস্ট্রেলিয়া সিরিজে। অজিদের বিপক্ষে সাফল্য এনে দিতে না পারলে পরের সিরিজ থেকে দল নির্বাচনে কোনো সুযোগ পাবেন না এই কোচ। অর্থাৎ নির্বাচকদের ওপরই ভরসা রাখতে হবে তার।

তবে মাইটি অস্ট্রেলিয়ার কাছে হেরে গেলে চাকরি হারানোর শঙ্কা আছে এই কোচের। যদিও বিসিসিআই কাউকে দায়িত্ব দেয়ার সঙ্গে দেয়া হয় সময়ও। তবে দ্রাবিড়ের দিয়ে যাওয়া সাফল্যের পর বাড়তি চাপেই থাকবেন গম্ভীর। কিন্তু কীভাবে জিততে হয় সেই কৌশলও জানা আছে এই কোচের। কারণ কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেই জাতীয় দলের দায়িত্ব পেয়েছেন গৌতম। অজি সফরে সাফল্য পেলে ব্যর্থরতার আক্ষেপ কিছুটা হলেও ঘুঁচবে এই সাবেক ক্রিকেটারের।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply