বাউফল করেসপনডেন্ট:
পটুয়াখালীর বাউফলে আয়শা আক্তার মুক্তা (১৫) নামের দশম শ্রেণীর এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) বিকেলে বাউফল উপজেলার সূর্যমনি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে শিক্ষার্থীর নিজ ঘরের টিনের চালের আড়ার সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে তার পরিবারের সদস্য। পরে বাড়ির লোকজন ঘরে ঢুকে মরদেহ উদ্ধার করে নিচে নামায়। খবর পেয়ে রাত ১০টার দিকে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয় পুলিশ।
নিহতের বড় বোন জানান, সকালে তার ছোট বোন মুক্তার কাছে একটি মোবাইল ফোন দেখতে পান তাদের মা। পরে মোবাইল ফোনটি তার থেকে নিয়ে হাসপাতালে যান মা। এতে নিহত মুক্তা মন খারাপ করে। তবে সে কারণে তার বোন আত্মহত্যা করতে পারে না। বিকেল ৪টার দিকে হাসপাতাল থেকে বাড়িতে ফিরে তার মা জানতে পারেন, মুক্তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, নিহতের মা হাসপাতালে ছিলেন। ঘরে একাই ছিলেন মুক্তা। দুপুরের পর কোনো এক সময়ে তিনি নিজের ওড়না আড়ার সঙ্গে পেঁচিয়ে গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সন্ধ্যায় স্থানীয় চৌকিদার বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।
/এএম
Leave a reply