মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ম্যাজিক ফিগার ছুঁইছুঁই করছেন ডোনাল্ড ট্রাম্প। আর মাত্র তিনটি ইলেক্টোরাল ভোট পেলেই আগামী চার বছরের জন্য হোয়াইট হাউজ নিজের করে নিতে পারবেন তিনি। যদিও ইতোমধ্যে তিনি নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন।
দেশটির সংবাদমাধ্যম সিএনএনে বলা হয়েছে, ফ্লোরিডায় নিজের প্রধান প্রচারকেন্দ্রে উল্লাসরত সমর্থকদের উদ্দেশে দেয়া ভাষণে ট্রাম্প এই জয়কে রাজনৈতিক বিজয় ঘোষণা করেছেন। তিনি যুক্তরাষ্ট্রকে সোনালি যুগে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউজে আবারও ট্রাম্প ফিরতে যাওয়ায় তাকে অভিনন্দন জানালেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তার মতে, ট্রাম্পের এ জয় ‘ঐতিহাসিক নির্বাচনী বিজয়’।
অভিনন্দন বার্তায় কিয়ার স্টারমার বলেন, আগামী বছরগুলোতে আপনার সাথে কাজ করার অপেক্ষা করছি। সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে আমরা আমাদের মূল্যবোধ, স্বাধীনতা, গণতন্ত্র ও উদ্যোগী মনোভাব রক্ষায় একত্রে কাজ করবো।
তিনি আরও বলেন, উন্নতি ও নিরাপত্তা থেকে শুরু করে উদ্ভাবন-প্রযুক্তি এবং যুক্তরাজ্য-আমেরিকার বিশেষ সম্পর্ক আটলান্টিকের উভয় পাড়ে আগামী বছরগুলোতে সমৃদ্ধি লাভ করবে।
/এমএন
Leave a reply