ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য হত্যার ঘটনায় চালক গ্রেফতার

|

গাইবান্ধা করেসপনডেন্ট:

ঢাকার খিলক্ষেতে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য রায়হান সরকারকে হত্যার ঘটনার প্রধান অভিযুক্ত ট্রাকচালক রিপন মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।

মঙ্গলবার রাতে রংপুরের গঙ্গাচড়া উপজেলা গজঘন্টা ইউনিয়নের ২নং ওয়ার্ডের জয়দেব কাগজিপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ বুধবার (৬ নভেম্বর) বিকেলে র‍্যাব-১৩ ক্যাম্পের অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার হওয়া রিপন মিয়া (২২) গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়েেন উজির ধরনীবাড়ী গ্রামের মৃত নুরুজ্জামান মিয়ার ছেলে। পেশায় ট্রাকচালক রিপন দীর্ঘদিন ধরে ঢাকায় থাকতেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ অক্টোবর সকালে ঢাকার খিলক্ষেতের কুড়াতলী সড়কে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক ডিউটিরত পুলিশের একটি গাড়ির পেছনদিকে ধাক্কা দেয়। এতে গাড়ির ড্রাইভার কনস্টেবল রায়হান সরকার ও কনস্টেবল লিয়াকত আলী গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ট্রাকটি জব্দের পর খিলক্ষেত থানায় অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ঘাতক ট্রাকের চালককে সনাক্ত করেন। এরপর পলাতক রিপনের অবস্থান সনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

২৮ বছর বয়সী নিহত কনস্টেবল রায়হান সরকার রাজশাহী গোদাগাড়ী উপজেলার সরাই গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. আব্দুস সোবাহানের ছেলে। খিলক্ষেত থানায় দেড় বছর ধরে গাড়ি চালক হিসেবে কর্মরত রায়হান কুড়াতলি এলাকায় স্ত্রীকে নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply