আওয়ামী লীগ সরকারের আমলে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন তারাই বিএনপির আসল কর্মী। গত ১৫ বছরে ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগীদের জায়গা বিএনপিতে হবে না- এমন মন্তব্য করেছেন দলটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সেলিমুজ্জামান সেলিম বলেন, খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে আমাদের সুসংগঠিত থাকতে হবে। ছাত্র-জনতার গণঅভ্যুথানের মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে তাকে কাজে লাগাতে হবে।
এ সময় উপজেলা বিএনপি সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
/আরএইচ
Leave a reply