চুয়াডাঙ্গা করেসপনডেন্ট:
বিএনপির সাথে আসার চিন্তা করার আগে আওয়ামী লীগ গঙ্গায় ঝাপ দিয়ে পবিত্র হোক। আওয়ামী লীগ ও তাদের নেত্রী গঙ্গায় ঝাপ দিলে হয়তো পবিত্র হতে পারে। আর জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। তারপর এ দেশের মানুষ ভেবে দেখবে, তারা আসতে পারবে কি না। এর আগে এসব প্রশ্ন অবান্তর— এ কথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
শুক্রবার (৮ নভেম্বর) রাতে নিজ বাড়ি চুয়াডাঙ্গায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনময়কালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
প্রসঙ্গত, গত ৩ নভেম্বর যুক্তরাজ্যভিত্তিক চ্যানেল এস টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, দেশের ‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ প্রয়োজনে বিএনপির সঙ্গে একযোগে কাজ করার বিষয়ে তার দল তৈরি আছে। হাছান মাহমুদের সেই কথার প্রেক্ষিতে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু এমন কথা বললেন।
এ সময় মাইনাস-টু ফর্মুলা প্রসঙ্গে শামসুজ্জামান দুদু বলেন, বিএনপিকে যদি টার্গেট করা হয় তাহলে সেটি ভুল হবে। সেদিকে যাওয়া ঠিক হবে না। গণতন্ত্র সার্বজনীন করতে হলে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। জনগণই সিদ্ধান্ত দিতে পারে কারা ক্ষমতায় আসবে, তাহলে আমরা বুঝবো বাংলাদেশের রাজনীতিতে টু মাইনাস ফর্মুলা অথবা ওয়ান মাইনাস ফর্মুলা আসবে না। বরং নির্বাচন না দিলে জাতির ভেতর বিভ্রান্তির সৃষ্টি হবে।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, সংস্কার দেখিয়ে কেউ যদি নির্বাচনের পথ থেকে দেশকে অন্যদিকে নিয়ে যায় তাহলে বুঝতে হবে তারা স্বাভাবিক পরিবর্তনের গতিপথ অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে। এজন্য নির্বাচন আর সংস্কার আলাদা নয়, নির্বাচনের মধ্য দিয়েই সংস্কার উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।
/এমএন
Leave a reply