ব্রাজিলের এয়ারপোর্টে বন্দুকধারীর গুলিতে ব্যবসায়ী নিহত

|

সাউথ আমেরিকার দেশ ব্রাজিলের সাও পাওলোর আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীর গুলিতে একজন ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

সিএনএন-এর রিপোর্টে বলা হয়, এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, এয়ারপোর্টে ৫ জনের একটি এসাসিন টিম কালো রঙের গাড়িতে করে এসে বিজনেসম্যান আন্তোনিও ভিনিসিয়াস গ্রিটজবাখের ওপর গুলি চালায়। এরপর মুহূর্তের মধ্যেই সেখান থেকে পালিয়ে যায়।

সিসিটিভি ফুটেজের সাথে মিলে যাওয়া সেই কালো রঙের গাড়িটি বিমানবন্দরের কাছে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গিয়েছে। তবে, হামলাকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

এই হত্যাকাণ্ডের ফুটেজ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম। ভিডিওগুলো প্রাথমিকভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, হামলার পর ব্যবসায়ীর নিথর দেহ বিমানবন্দরের প্রবেশদ্বারে পড়ে আছে। অন্যদিকে, আতঙ্কে টার্মিনালে থাকা যাত্রীরা ফ্লোরে শুয়ে আছেন।

একটি বিবৃতিতে, সাও পাওলোর গুয়ারুলহোস বিমানবন্দর নিশ্চিত করেছে যে পুলিশ ও মেডিকেল দলগুলোকে তাৎক্ষনিকভাবে সতর্ক করা হয়েছিলো।

মিলিটারি পুলিশ, সিভিল পুলিশ এবং হাইওয়ে টহল টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এছাড়াও, সাও পাওলোর হোমিসাইড অ্যান্ড পার্সোনাল প্রোটেকশন ডিপার্টমেন্ট তদন্ত শুরু করেছে।

সাও পাওলো পাবলিক সিকিউরিটি সেক্রেটারি বলেছেন যে কর্তৃপক্ষ হত্যাকাণ্ডের আশেপাশের পরিস্থিতি তদন্ত করছে। ঘটনার প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানানো হবে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply