জামালপুর করেসপনডেন্ট:
জামালপুরের সরিষাবাড়ীতে ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) স্থানীয় মাতৃছায়া হাসপাতালে অস্ত্রোপাচারের পর প্রথমে নবজাতক ও পরে মায়ের মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয়রা।
নিহত নারীর নাম, আল্পনা আক্তার (২২)। তিনি সরিষাবাড়ী পৌরসভার মূলবাড়ি গ্রামের উজ্জল মণ্ডলের স্ত্রী। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. শফিকুল ইসলাম।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার সকালে প্রসবব্যাথা উঠলে আলপনা আক্তারকে স্থানীয় মাতৃছায়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ পার্শ্ববর্তী এলাকা থেকে একজন গাইনি সার্জন নিয়ে আসেন। এরপর পরীক্ষা-নিরীক্ষা ও অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ ছাড়াই তিনি অচেতন করে অস্ত্রোপাচার করেন। অস্ত্রোপাচারের সময়ই নবজাতকের মৃত্যু হয়। এর কিছুক্ষণ পর প্রসূতির অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ সময় পথিমধ্যেই তিনি মারা যান। পরদিন শুক্রবার সকালে তড়িঘড়ি করে মা ও নবজাতকের দাফন সম্পন্ন করা হয়।
বিষয়টি অস্বীকার করে সরিষাবাড়ী মাতৃছায়া হাসপাতালের মালিক নজরুল ইসলাম বলেন, ওই রোগী আমাদের হাসপাতালে মারা যায়নি। ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পথে সে গাড়িতেই প্রসব করে এবং সেখানেই মারা যায়। আমাদের হাসপাতালে কোনো অস্ত্রোপাচার হয়নি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. শফিকুল ইসলাম বলেন, মাতৃছায়া হাসপাতালটিকে কোনো অনুমোদন দেয়া হয়নি। এর আগেও হাসপাতালটি সিলগালা করা হয়েছিল। কিন্তু তারা কিভাবে কার্যক্রম চালাচ্ছে তা জানি না। এরইমধ্যে বিষয়টি জেলা সিভিল সার্জন ও ইউএনওকে জানানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাইনি। তারপরও বিষয়টি তদন্ত করে দেখা হবে।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুল হক বলেন, ইতিমধ্যে বিষয়টি নিয়ে আমি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রশাসন নিয়ে তদন্তের নির্দেশনা দিয়েছি। এরআগেও হাসপাতালটি সিলগালা করা হয়েছিলো কিন্তু তারা নিজেদের মত চুরি করে তাদের কার্যক্রম চালিয়েছে। প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
/আরএইচ
Leave a reply