শতরান পেরোলো বাংলাদেশ, সাজঘরে দুই ওপেনার

|

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট করছে বাংলাদেশ। শনিবার (৯ নভেম্বর) শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচে ওডিআই অভিষেক হয়েছে জাকের আলী অনিকের।

ব্যাট করতে নেমে শুরুতে দেখেশুনে খেলতে থাকে দুই ওপেনার তানজিদ ও সৌম্য। দলীয় ২৮ ও ব্যক্তিগত ২২ রানে গজানফরের বলে নবির হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তানজিদ। এরপর অধিনায়ক শান্তকে নিয়ে ৭১ রানের জুটি গড়েন সৌম্য।

ইনিংসের ১৯তম ওভারের শেষ বলে রশিদ খানের লেগ বিফোরের শিকার হন সৌম্য সরকার। আউট হবার আগে তিনি করেন ৩৫ রান।

দুই ওপেনার প্যাভিলিয়নে ফিরলে নতুন জুটি গড়েন শান্ত-মিরাজ। প্রতিবেদন লিখা পর্যন্ত ২১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১০৬ রান।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply