‘জিরো, ওয়ান, টু, থ্রি’, যেন এক অঙ্কে আটকে গেছেন মাহমুদউল্লাহ

|

একদিনের ক্রিকেটে হাসতে ভুলে গেছে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট। সাইলেন্ট কিলারখ্যাত এই ব্যাটারের সবশেষ চার ওয়ানডেতে স্কোর যথাক্রমে শূন্য, ১, ২ ও ৩ রান। চলমান আফগানিস্তান সিরিজ ও সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের শেষ দুই ওয়ানডে, এই চার ম্যাচে মাহমুদউল্লাহর ব্যাট থেকে এসেছে সব মিলিয়ে ৬ রান। এ যেন পূর্ণমাত্রার রান খরায় সাবেক এই অধিনায়ক।

শারজায় আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাহমুদউল্লাহ আউট হন মাত্র ২ রান করে। দ্বিতীয় ওয়ানডেতে সাজঘরে ফেরেন ৩ রানে। এর আগে চলতি বছরের মার্চে হোম সিরিজে লঙ্কানদের আতিথ্য দেয় বাংলাদেশ। চট্টগ্রামে অনুষ্ঠিত সেই সিরিজের দ্বিতীয় ম্যাচে শূন্য রানে ফেরেন রিয়াদ। সিরিজের সবশেষ ম্যাচে তার ব্যাট থেকে আসে ১ রান। শেষবার দুই অঙ্কের রানে তিনি পৌঁছেছিলেন সেই সিরিজেরই প্রথম ম্যাচে। সেবার ৩৭ বলে ৩৭ রান করেন মাহমুদউল্লাহ।

উল্লেখ্য, সাদা পোশাকে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন মাহমুদউল্লাহ। সবশেষ ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে দেশের হয়ে মাঠে নেমেছিলেন তিনি।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply