মেসির গোলের পরও হার, প্লে-অফ থেকে মায়ামির বিদায়

|

ঘরের মাঠে আটলান্টার কাছে ৩-২ গোলে হেরেছে ইন্টার মায়ামি। এই হারে লিগের প্লে-অফ পর্বের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে মেসি-সুয়ারেজের দল।

ম্যাচের ১৭ মিনিটে মাতিয়াস রোহাসের গোলে এগিয়ে যায় মায়ামি। দ্রুতই পাল্টা আঘাত হানে আটলান্টা ইউনাইটেড। আট মিনিটে দলকে সমতায় ফেরান জামাল থিয়ারে। এর দুই মিনিট পরেই আরেকটি গোল করে আটলান্টাকে লিড এনে দেন থিয়ারে।

২৭ মিনিটে লুইস সুয়ারেজের পাস থেকে আটলান্টার জালে গোমেজ বল জালে জড়ালেও অফসাইডের কারণে বাতিল হয় সেই গোল। এতে ২-১ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় মায়ামিকে। ৬৫ মিনিটে ডানপ্রান্ত থেকে মার্সেলোর দুর্দান্ত ক্রসে বল জালে জড়ান এলএমটেন। সমতায় ফেরে মায়ামি।

তবে ম্যাচের ৭৬ মিনিটে মায়ামির কফিনে বারতোজ শেষ পেরেক ঠুকলে একেবারেই স্তব্ধ করে দেয় মায়ামিকে। শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে হার নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিলো টাটা মার্টিনোর দল। যদিও হারের পেছনে মায়ামির দুর্বল রক্ষণ দায়ী। ম্যাচ শেষে হাত দিয়ে মুখ ঢেকে মেসিকে হতাশা ঢাকতে দেখা যায়।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply