ঝিনাইদহে জুলাই বিপ্লবে নিহত দু’জনের পরিবার পেল তারেক রহমানের উপহার

|

ঝিনাইদহ করেসপনডেন্ট:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় ছাত্র-জনতার আন্দোলনে ঝিনাইদহে নিহত প্রকৌশলী রাকিব ও সাব্বিরের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার বাসুদেবপুর গ্রামে ‘আমরা বিএনপি পরিবার’র আহবায়ক ও দলের কেন্দ্রীয় মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন তারেক রহমানের পক্ষে এই আর্থিক সহায়তা প্রদান করেন।

আতিকুর রহমান রুমন প্রকৌশলী রাকিব ও সাব্বিরের পরিবারকে সান্ত্বনা ও সহানুভুতি জানিয়ে বলেন, আমরা আপনাদের সন্তানদের ফিরিয়ে দিতে পারবো না। কিন্তু তারা দেশের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি বলেন, দ্বিতীয় স্বাধীনতার ক্ষেত্র তৈরি করেছিল বিএনপি। তারই ধারাবাহিকতায় চব্বিশ সালের আগষ্ট-জুলাই বিপ্লব ঘটেছিল।

তিনি বলেন, বর্তমানে যারা দেশ পরিচালনা করছেন, বিএনপির সুদিন আসলে রাকিব ও সাব্বিরের নামে বিভিন্ন সড়ক ও সরকারি-বেসরকারি স্কুল বা প্রতিষ্ঠানের নামকরণ করে তাদের আত্মত্যাগকে স্বীকার করা হবে।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব শহীদ পরিবারের পাশে আছে এবং সবসময় থাকবেন। অনুষ্ঠান শেষে নিহত দু’জনের পিতামাতার কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিশেষ অর্থিক অনুদান পৌঁছে দেন এবং রাকিবের মাজার জিয়ারত করেন।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply