বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত কর্মসূচি চলছে

|

আওয়ামী লীগের বিচারের দাবিতে গুলিস্তানের ‘শহীদ নূর হোসেন চত্বরে’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত কর্মসূচি চলছে। আজ রোববার (১১ নভেম্বর) দুপুরে এই কর্মসূচি শুরু হয়। এরপর সেখানে সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচারের পর ছাত্র-জনতা সিদ্ধান্ত নেবে তারা রাজপথে আসতে পারবে কি না। আওয়ামী লীগকে এখন রাজনীতির চোখে নয় জ্যুডিশিয়াল লেন্সে দেখতে হবে।

সারজিস আলম বলেন, ছাত্র-আন্দোলনসহ প্রত্যেকটি হত্যাকাণ্ডের হুকুমদাতা শেখ হাসিনার বিচার হতেই হবে। নিজেদের রাজনৈতিক বিভাজনকে একপাশে রেখে সবাইকে এক থাকতে হবে।

এর আগে, রোববার সকালে শহীদ নূর হোসেনের পরিবারের সদস্যরা চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর বিভিন্ন শ্রেণী-পেশার মানুষও শ্রদ্ধা জানান।

প্রসঙ্গত, ‘গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার’ দাবিতে গুলিস্তানের জিরো পয়েন্টে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিলের ঘোষণা দিলে একইদিন পাল্টা কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এর আগে, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপরই ক্ষোভে ফুঁসে উঠে গণঅভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র-জনতা।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply