পাচারকৃত অর্থ ফেরত আনতে সহায়তা করবে সিঙ্গাপুর

|

বাংলাদেশ থেকে পাচার হওয়া বিলিয়ন ডলার পুনরুদ্ধার এবং অভিবাসনের ব্যয় কমাতে সিঙ্গাপুরের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১০ নভেম্বর) ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ডেরেক লো’র সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

প্রায় ঘণ্টাব্যাপী আলোচনায় অধ্যাপক ইউনূস বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সহায়তা চান। জবাবে রাষ্ট্রদূত লো সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন। এসময় অধ্যাপক ইউনূস বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের খরচ উল্লেখযোগ্যভাবে কমাতে সিঙ্গাপুরের প্রতি আহ্বান জানান।

দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা, অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রনীতি, শিপিং, শিক্ষা এবং নিজ নিজ জনগণের স্বাস্থ্যসেবা নিয়েও আলোচনা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব ও মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং ঢাকায় সিঙ্গাপুরের চার্জ ডি’অ্যাফেয়ার্স মাইকেল লি।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply