মুহাম্মদ আরিফুর রহমান, ফেনী
ফেনী-১ আসনে মহাজোট থেকে জাসদের প্রার্থী শিরীন আখতারকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে সড়ক অবরোধ করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা। সড়কে টায়ার জ্বালিয়ে গাছের গুড়ি ফেলে সড়কে অবরোধ করে। বিকেল ৩ টায় অবরোধ স্বাভাবিক হয়ে যায়। বিক্ষুদ্ধ নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন নাসিমকে মনোনয়ন দেয়ার আহ্বান জানান।
ফেনী-১ আসনে মহাজোটের প্রার্থী জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন আখতারের নাম ঘোষণা করলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ফেনী-ছাগলনাইয়া ও ফেনী-পরশুরাম সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মীরা ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করে। এতে করে এই দুই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল ৩ টা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিলো।
বিক্ষোভ সমাবেশ শেষে জেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা জাসদ নেত্রী শিরীন আখতারকে ফেনী-১ আসন থেকে অবাঞ্চিত ঘোষণা করেন।
Leave a reply