ওবায়দুল কাদেরের পিএস মতিন গ্রেফতার

|

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুল মতিনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১০ নভেম্বর) দিবাগত রাতে কেরাণীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়নের চর ওয়াশপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত আব্দুল মতিন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। আব্দুল মতিন বরিশালের মেহেন্দিগঞ্জ থানার চর খাগকাটা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই আত্মগোপনে ছিলেন আব্দুল মতিন। ১০ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কেরাণীগঞ্জের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে মতিনের বাড়িতে তল্লাশি চালানো হয়।

/এএম



সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply