নির্বাচনের রূপরেখা দিতে এত সংকোচ কেন, প্রশ্ন রিজভীর

|

নোয়াখালী করেসপনডেন্ট:

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনের ডেডলাইন দিতে এত দ্বিধা ও সংকোচ কেন। ৫ আগস্টের চেতনাকে আপনারা ধারণ করতে পারছেন না। তাই বিভিন্ন জায়গায় স্বৈরাচারের লোককে বসিয়ে রেখেছেন। এরাই আপনাদের ব্যর্থ করবে।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল ৫টায় নোয়াখালীর চৌমুহনী রেলওয়ে ময়দানে এক সমাবেশে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, নতুন উপদেষ্টাদের নিয়োগ দেয়ার আগে আন্দোলনের অংশীজনদের অভিমত নেয়া দরকার ছিল। যার স্ত্রী শেখ মুজিবের বায়োপিকে অভিনয় করেছে তাকে উপদেষ্টা বানিয়েছেন। এ সময় বিএনপি এককভাবে সরকার গঠন করবে না জানিয়ে তিনি বলেন, আন্দোলনে অংশগ্রহণকারী সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে।

সমাবেশ শেষে আন্দোলনে নিহতদের পরিবার ও আহত নেতাকর্মীদের মধ্যে আর্থিক সহায়তা প্রধান করা হয়। এ সময় দলটির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এসআইএন/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply