চীনের সিচুয়ানে ভূমিকম্পে অন্তত ১৩ জনের প্রাণহানি

|

চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানে শক্তিশালী ছয় দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পে প্রাণ গেছে অন্তত ১৩ জনের। আহত হয়েছে কমপক্ষে ১৭৫। মৃতের আরও বাড়ার আশঙ্কা আছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল প্রাদেশিক রাজধানী শেনডুর ৩শ’ কিলোমিটার উত্তরে। কেন্দ্রস্থলের এটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

ভূমিকম্পে, জিউঝাইগু অঞ্চলে কয়েক হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । ভেঙ্গে পড়া ঘরবাড়ির নিচে অনেকের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। আহতদের উদ্ধারে কাজ করছে ফায়ারসার্ভিসের কর্মীরা। অঞ্চলটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় রয়েছে। ২০০৮ সালে সিচুয়ানে ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারায় ৭০ হাজারের বেশি মানুষ।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply