অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগের সরকারের নৈরাজ্যের কারণে বাজারে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দ্রব্যের দাম কমতে সময় লাগবে। বুধবার (১৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, আগের সরকারের অনেক বকেয়া ছিল। অন্তর্বর্তী সরকারকে সেগুলোর কিস্তি শোধ করতে হচ্ছে। এরইমধ্যে সার ও গম আমদানির সিদ্ধান্ত ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটিতে পাঠানো হয়েছে। পাশাপাশি এলএনজি আমদানির অনুমোদনও দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ইবতেদায়ী ও কারিগরি বোর্ডের বই ছাপানোর জন্য অনুমতি দেয়া হয়েছে। আশা করছি জানুযারিতে বই বিতরণ করা যাবে।
/আরএইচ
Leave a reply