সংস্কৃতি মন্ত্রণালয় থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে দিলেন ফারুকী

|

বঙ্গভবনের দরবার হলের পর এবার সংস্কৃতি মন্ত্রণালয় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে। চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী উপদেষ্টা পদে দায়িত্ব পাওয়ার পর মন্ত্রণালয়টি থেকে এ ছবি সরানো হয়। 

মঙ্গলবার (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও গীতিকার লতিফুল ইসলাম শিবলী। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেন এক দীর্ঘ স্ট্যাটাস।

শিবলী লেখেন, গতকালের ছবিতে যারা আমাদের মাথার উপর শেখ মুজিবের ছবি দেখেছেন, তাদের জানার জন্য বলছি যে, ফারুকী আজ তার অফিস তথা সংস্কৃতি মন্ত্রলায় থেকে ফ্যাসিবাদের আইকন শেখ মুজিবের ছবি সরিয়ে ফেলেছেন ।

সম্ভবত সচিবালয়ে এই কাজ ফারুকীই প্রথম করলেন। দায়িত্বপ্রাপ্ত ফারুকির মধ্যে আমি সেই স্পিরিট দেখেছি, সে আমাদের বিশ্বাসের মর্যাদা রাখবে ইনশাল্লাহ।  

মোস্তফা সরওয়ার ফারুকীকে নিয়ে সাম্প্রতিক সময়ে হওয়া সমালোচনার বিষয়ে শিবলী লেখেন, ফারুকী দোষেগুণে মেশানো একজন মানুষ। এই মন্ত্রণালয় চালানোর যোগ্যতা তার আছে।

অতীতে তার ফ্যাসিবাদের সঙ্গে ঘেঁষাঘেঁষির যেমন প্রমাণ আছে, তেমনি তাদের বিরোধিতা করারও প্রমাণ আছে। আমি খুব ভালো করেই জানি আওয়ামী ফ্যাসিসদের দ্বারা সে কেমন নিগৃহীত হয়েছে।

তিনি লেখেন, জুলাইয়ের তীব্র দিনগুলোতে আমরা যখন অসহায়ের মতো দেশের সেলেব্রিটি বুদ্ধিজীবীদের সমর্থনের আশায় তাকিয়ে ছিলাম, তখন দু-একজন ছাড়া আর কাউকে আমাদের পাশে পাইনি। সেই জুলাইয়ে দু-একজনের মধ্যে ফারুকী ছিলেন একজন।

ফারুকীর সেই সময়ের স্ট্যাটাসগুলো অনেক তরুণকে সাহস জুগিয়েছে। 

উল্লেখ্য, সোমবার ও মঙ্গলবার সচিবালয়ের বিভিন্ন দপ্তর থেকে বঙ্গবন্ধুর অন্তত ছয়টি ছবি সরানো হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply