বেনাপোল করেসপনডেন্ট:
বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৩ নভেম্বর) সীমান্তের ধান্যখোলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, আনন্দ সূত্রধর (৫৩), প্রসেনজিৎ সূত্রধর (২৮), ভানু রানী (৪৬), প্রীতি সূত্রধর(২০), আব্দুল জব্বার (২৯), রিনা খাতুন (৪৫)। তারা সবাই বাংলাদেশি নাগরিক।
৪৯ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ধান্যখোলা গ্রামের পূর্বপাড়া এলাকায় অভিযান চালোনা হয়। এ সময় কিছু ব্যক্তিকে ভারতের সীমান্তের দিকে যেতে দেখা যায়। পরে তাদেরকে ধাওয়া করে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল বলে স্বীকার করেছে।
তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
/আরএইচ
Leave a reply