সৌদি আরবে খোলামেলা পোশাকে মঞ্চ কাঁপিয়েছেন মার্কিন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজসহ একঝাঁক তারকা। বুধবার (১৩ নভেম্বর) দেশটির রাজধানী রিয়াদে লেবাননের তারকা ফ্যাশন ডিজাইনার এলি সাবের ক্যারিয়ারের ৪৫ বছর পূর্তি অনুষ্ঠানে এসব তারকার জমকালো উপস্থিতি দেখা যায়।
সৌদিতে প্রথমবার মঞ্চ আলো ছড়ালেন লোপেজ, ক্যামিলা কাবেলো, ন্যান্সি আজরাম, আমর দিয়াব ও কিংবদন্তি সেলিন ডিওনের মতো তারকারা।
এদিন মঞ্চে এলি সাবের ৩০০টি ডিজাইনের পোশাক পরে হাজির হয়েছিলেন মডেলরা, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যের লোককাহিনি ‘আরব্য রজনীর’ প্রতি শ্রদ্ধার্ঘ্য জানানো হয়। রানওয়ের নির্দেশনায় ছিলেন ফরাসি ভোগ ম্যাগাজিনের সাবেক সম্পাদক ক্যারিন রইটফেল্ড।
এলি সাবের এই ফ্যাশন শোটি ছিল সৌদি আরবে এক ধরনের সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের প্রতীক। ইসলামি বিধি-নিষেধের মধ্যে থাকা সৌদি আরবে এমন একটি ফ্যাশন শো সত্যিই অবাক করা ঘটনা। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দেশটি এখন শিল্প, সাহিত্য, এবং সংস্কৃতির প্রতি উদার মনোভাব গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে সৌদি সরকার দেশটির অর্থনীতিকে তেলনির্ভরতা থেকে মুক্ত করতে নানা পদক্ষেপ গ্রহণ করছে, যার মধ্যে ফ্যাশন, সিনেমা এবং সঙ্গীতের প্রতি আগ্রহ বাড়ানো অন্যতম।
এলির শোতে অংশগ্রহণকারী তারকারা যেমন জেনিফার লোপেজ, ক্যামিলা ক্যাবেলো, সেলিন ডিওন, এবং অন্যান্য পশ্চিমা মডেলরা মঞ্চে এসে শোটিকে বিশ্বমঞ্চে তুলে ধরেন। এর মাধ্যমে সৌদি আরবের সংস্কৃতির পরিবর্তন এবং আধুনিকতার দিকে এগিয়ে যাওয়ার একটি দৃঢ় সংকেত দেয়।
/এটিএম
Leave a reply