অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তানের লজ্জার হার

|

বৃষ্টির কারণে অস্ট্রেলিয়া-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ বিলম্বে শুরু হয়। ব্রিসবেনে সফরকারী পাকিস্তানকে বড় লজ্জা দিয়েছে জশ ইংলিশের অস্ট্রেলিয়া। ২৯ রানের জয় দিয়ে সিরিজ শুরু করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ৭ ওভারে ৯ উইকেট হারিয়ে লজ্জা জনকভাবে ম্যাচ হেরেছে পাকিস্তান।
শুরুতেই অস্ট্রেলিয়া-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে দেরিতে শুরু হয়। বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৯ রান করে সাজঘরে ফেরেন ফ্রেসার ম্যাকগার্ক। আর ম্যাথু শর্ট আউট হন ব্যক্তিগত ৭ রানে। এরপর ১৯ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংসে অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহের পথে নিয়ে যান গ্লেন ম্যাক্সওয়েল। শেষদিকে স্টয়োনিসের ২১ রানের ক্যামিওতে ৪ উইকেট হারিয়ে ৯৩ রানের পুঁজি পায় অস্ট্রেলিয়া। জবাবে দু:স্বপ্নের মত শুরু পাকিস্তানের। দলীয় ২৪ রানে সাজঘরে ফেরেন রিজওয়ান-বাবরসহ টপ অর্ডারের ৬ ব্যাটার। শেষ দিকে আব্বাস আফ্রিদির ২০ রানের ইনিংসে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৪ রান করে পাকিস্তান।
ম্যাচ শেষে গ্লেন ম্যাক্সওয়েল বলেন, তিনি এবং দলের অন্য সদস্যরা প্রথমে ম্যাচটি বাতিল হবে বলে ভেবেছিলেন এবং সেজন্য তারা ব্যাগও প্রস্তুত রেখেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে খেলার সিদ্ধান্ত আসায় সবাই তড়িঘড়ি প্রস্তুতি নেন। এটি ম্যাচটির চাপকে হালকা করেছে। পুরো দলের জন্য একটি মজার মুহূর্ত ছিল বলেও জানান তিনি।
অন্যদিকে মোহাম্মদ রিজওয়ান জানান, ৭ ওভারের খেলায় পরিস্থিতি স্বাভাবিক রাখা কঠিন ছিল। ম্যাক্সির প্রশংসা করতেই হবে। তার স্টাইলটি খুব ভালোভাবে কাজ করেছে।
উল্লেখ্য, পাকিস্তান-অস্ট্রেলিয়ার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী ১৬ নভেম্বর সিডনিতে, শেষ ম্যাচ হবে ১৮ নভেম্বর হোবার্টে।
/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply